কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি সংগঠিত ছাত্র-শিক্ষকদের ওপর অনাকাংখিত হামলার ঘটনায় সর্বশেষ পরিস্থিতি ও এক যুগে উপজেলার ৬২ হাজার চারা রোপন বিষয়ে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশির। বৃহস্পতিবার বিকেলে উপজেলাস্থ তাঁর নিজ বাস ভবনে এই মতবিনিময় সভায় তিনি বলেন, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় ছাত্র-শিক্ষকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কোন চাঁদাবাজ সন্ত্রাসী আওয়ামীলীগের মত দায়িত্বশীল সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। ওই চাঁদাবাজদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে আমাদের যা যা করনীয় তা করতে আমরা একটুও পিছপা হবোনা। আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর স্পষ্ট ভাষায় বলেছেন, চাঁদাবাজ সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয় থাকতে পারে না। তিনি ইতি মধ্যেই ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে হামলায় আহত ছাত্র-ছাত্রীদের খোঁজ খবর নেন। আহতদের চিকিৎসার জন্য তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ১৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। বর্তমানে বিদ্যালয় এলাকায় সকলের সহযোগীতায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। শাহাজাহান শিশির গত ১৩ আগষ্ট কচুয়ায় এক যোগে পরিচালিত ৬২ হাজার চারা বিতরণ ও রোপনের ব্যাপক কর্মসূচীকে সফল করতে কচুয়া ও চাঁদপুরের সাংবাদিকদের যে ভূমিকা রেখেছে তা অত্যন্ত প্রসংশনীয় বলে মন্তব্য করে তিনি আরও বলেন, সাংবাদিকদের এই আন্তরিকতায় আমাকে দারুন ভাবে উৎসাহিত করেছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছরের জুলাই মাসে কচুয়ার জনন›দিত নেতা ড.মহীউদ্দীন খান আলমগীরের বয়স যত বছর হবে- তত হাজার চারা রোপনের জন্য উদ্যোগ নেব। আমার ভাল কাজে আপনারা সহযোগিতা করার পাশাপাশি আমার জন্য দোয়া করবেন।
এ মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সহ-সভাপতি সফিকুল ইসলাম মোল্লা ও মনির মুন্সি, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, যুগ্ন সম্পাদক মানিক ভৌমিক, সহ-সম্পাদক মফিজুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ নান্নু, প্রচার সম্পাদক ইউনুছ মিয়া, অর্থ সম্পাদক আফাজ উদ্দিন মানিক, ক্রীড়া সম্পাদক আবু সাঈদ, সদস্য আমির হোসেন, বিল্লাল মাসুম প্রমুখ। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মজুমদার জয়, কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ, কচুয়া পৌর যুবলীগ নেতা আলী আক্কাছ ও উপজেলা ছাত্রলীগ নেতা সুমন শিকদার।
শিরোনাম:
শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ৯ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।