কচুয়া সংবাদদাতা: মহামারী করোনা ভাইরাস সংক্রমনের প্রভাব থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত বৃহত্তর কড়ইয়া ইউনিয়নের সকল মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনা করে কড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক সুমন মিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কড়ইয়া ইউনিয়ন পরিষদ সামনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় টেলিকনফারেন্সে চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া বলেন, প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমনের কারনে সারা বিশ্বের মানুষ আজ এক দুর্যোগময় পরিস্থিতি পাড় করছেন। মহামারির এই কবল থেকে বিশে^র সকল মানুষকে সুরক্ষায় আল্লাহ পাকের নিকট দোয়া প্রার্থনা করেন। সুমন মিয়া আরো বলেন, ইতোমধ্যে ইউনিয়নবাসীর শতস্ফূর্ত ভালবাসায় শিক্ষা সহ সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও কল্যাণকর প্রতিটি কাজে নিজেকে আত্মনিয়োগে ইউনিয়নবাসীর দোয়া ভালবাসা প্রত্যাশা করেন। তিনি ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন পেশাজীবির ধর্মপ্রান মুসল্লীগণ অংশ গ্রহন করায় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আকবর শেঠ,আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক মুক্তার, অলিউল্লাহ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মুরাদ হোসেন, যুবলীগ নেতা ফখরুদ্দিনসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।