ডিজিটাল নিরাপত্তা আইনে ও কচুয়া শিক্ষা উপসহকারী প্রকৌশলী মারধরের ঘটনায় দায়ের করা মামলায় চাঁদপুর কচুয়া উপজেলা পরিষদের বরখাস্ত হওয়া চেয়ারম্যান শাহজাহান শিশিরকে অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
বুধবার দুপুরে তাকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার তাকে দেখে শারীরিক অবস্থা ভালো না থাকায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে রেফার করেন।
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে মামলা হওয়ার পর তিনি গত ২৫ আগস্ট চাঁদপুর আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
দীর্ঘ দুই মাস তিনি জেলহাজতে থাকা অবস্থায় বুকে ব্যথা,ডায়াবেটিস ও ক্যান্সার জনিত কারণে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে আসে।
চাঁদপুর সদর হাসপাতালে আর.এম.ও হাসিবুল হাসান আসিফ ও সার্জিক্যাল ডাক্তার মনিরুল ইসলাম তাকে নিবিড় পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন।
পরে কারা কর্তৃপক্ষ ও মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সদর হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে যাত্রা করেন।
কচুয়া শিক্ষা উপ-সহকারী প্রকৌশলী নুরে আলমকে মারধরের ঘটনায় দায়ের করা মামলা শাহজাহান শিশির হাইকোর্ট থেকে জামিন পায়।
কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষ আট সপ্তাহের জন্য জামিন আদেশ স্থগিত করেন।