খোরশেদ আলম শিকদার ঃ
চাঁদপুরের সড়ক ও জনপথ বিভাগের কচুয়া-সাচার-ঢাকা সড়কের নির্মান কাজে সিডিউল বর্হিভূত ব্যাপক কারচুপির মাধ্যমে ধীর গতিতে কাজের অভিযোগ ওঠেছে। এ যেন দেখার কেউ নেই।
দীর্ঘ ভোগান্তির পর কচুয়া-সাচার-গৌরীপুর-ঢাকা সড়কের ১৩ কিলোমিটার সড়কের কাজ চলছে ৬মাস যাবৎ। আর এ সড়কের জন্য বরাদ্ধ দেয়া হয়েছে প্রায় ৯ কোটি টাকা। কাজটির ঠিকাদার মেসার্স রানা বিল্ডার্স।
সিডিউল মোতাবেক রাস্তার ২ পাশে মাটি না দিয়ে রাস্তা থেকেই মাটি কেটে কোন রকমে ঘষামাজা কাজ করছে। এ ছাড়া রাস্তায় পাথর,বালি ও পিসের মাধ্যমে ঢালাই দেয়ার ক্ষেত্রেও ব্যাপক কারচুপি করছে।। দায়িত্বরত ঠিকাদার রাস্তার কাজে না এসে তার লোকজনের মাধ্যমে এ ঘষামাজা কাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা বলেন, রাস্তাটিতে কাজে অনিয়ম হচ্ছে কিনা আমাকে তদারকির জন্য পাঠিয়েছে কিন্ত আমাকে সিডিউল দেয়নি। আমি জানিনা কি পরিমান কাজ রাস্তায় ঠিকাদার করবে। তবে রাস্তার দ’ুপাশে মাটি ভরটের কথা আমি জানি ঠিকাদার রাস্তার সাইড থেকে মাটি কেটে রাস্তায় ফেলছে তা নিয়মবর্হিভূত।
ভুক্তভোগী জনগনের দাবী এ রাস্তাটিতে ব্যাপক ভোগান্তির শিকার হয়েছি। এখন যেন সড়কের নির্মান কাজে ঠিকাদার কোন প্রকার অনিয়ম না করে সে দিকে নজর দিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি এবং সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি চেয়েছে জনগন।