প্রতিনিধি কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্ভোধন করা হয়েছে। সোমবার (১৪ মে) বিকেলে উজানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যুৎ সংযোগের উদ্ভোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইবুনালের চেয়ারম্যান ড. সেলিম মাহমুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি সদস্য মজিবুর রহমান। এসময় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কচুয়া জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা যুব লীগের সদস্য আবু সাইদ খান, পৌর যুব লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ইউনিয়ন যুব লীগের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক দুলাল খান, ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ইব্রাহিম মাস্টার, পৌর ছাত্র লীগের সভাপতি তানভীর ইসলাম দিপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান উপস্থিত ছিলেন।