কচুয়া প্রতিনিধি-
কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সেঙ্গুয়া উত্তর পাড়া গ্রামের অধিবাসী গোলাম মোস্তফার স্বামী পরিত্যক্ত কন্যাকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার গভীর রাতে দাউদকন্দির বরতলা এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই যুবতীকে দাউদকান্দির গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার কচুয়ার সৈয়দপুর গ্রামের বখাটে ২ যুবক সুমন ও রাসেল ফুসলিয়ে টাকা দেয়ার লোভ দেখিয়ে ওই যুবতীকে দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নের বটতলা এলাকায় নিয়ে যায়। পরে সেখানে জনৈক এক ব্যক্তির নির্জন বাড়িতে মধ্যরাতে জোড়পূর্বক উপর্যুপরি ধর্ষণ করে। তার অবস্থা বেগতিক দেখে ধর্ষণকারীরা ওই যুবতীকে মৃত ভেবে বটতলা এলাকায় ফেলে পালিয়ে যায়। এসময় পথচারী ওই এলাকার ২ যুবক সালাউদ্দিন ও এনামুল কবির লিটন রাস্তার পাস দিয়ে যাওয়ার সময় ধর্ষণের শিকার যুবতীকে রাস্তায় পড়ে থাকতে দেখে গৌরীপুর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে গৌরিপুর পুলিশ ফাঁড়ির এসআই আর্শাদ উল্যাহ্ মেয়েটিকে দেখতে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। বর্তমানে ধর্ষণের শিকার ওই যুবতী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষণের শিকার যুবতীর পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়েটি অস্বাভাবিক। সে সুস্থ হলে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, কচুয়ার সেঙ্গুয়া গ্রামের জনৈক যুবতীকে ধর্ষণ হয়েছে বলে দাউদকান্দির থানার ওসি আবুল ফয়সাল মোবাইলে আমাকে জানিয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।