আবু সাঈদ,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অন্যতম অনুসারী কচুয়া উপজেলার সাবেক নির্যাতিত আওয়ামীলীগ শীর্ষ নেতা ও আশরাফপুর ইউনিয়ন চেয়ারম্যান মরহুম আবুল কালাম আজাদ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫/১৬ উদ্বোধন করা হয়েছে। কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বুধবার মহান বিজয় দিবস বিকালে জগতপুর উচ্চ বিদ্যালয় মাঠে কবুতর উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে শাহজাহান শিশির বলেন- সংস্কৃতি খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকা যায়। খেলাধুলার আনন্দ উৎসবে মানসিক বিকাশ ঘটে। ফলে মানুষ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে পরিত্রান পায়। মরহুম আবুল কালাম আজাদ একজন নিষ্ঠাবান, ত্যাগী, আদর্শবান ব্যক্তি হিসেবে তিনি বেচে থাকাবস্থায় সকলের হৃদয়ে স্থান করে নিয়ে ছিলেন। এ টুর্নামেন্টের মাধ্যমে তাঁর স্মৃতিকে আমরা সকলে ধরে রাখব। বক্তব্যের পুর্বে মরহুম আবুল কালাম আজাদের স্মরনে মাঠে হাজার হাজার দর্শকস্রোতা সহ সকলে ১ মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-চাঁদপুর জেলা আওয়ামীলীগ সদস্য সহিদ উল্ল্যাহ, বিশিষ্ট শিল্পপতি হোমল্যান্ড রিয়েলস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজির আহমেদ, জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুবাস, ইউপি আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল মাওলা হেলাল মুন্সী, টুর্নামেন্ট কমিটির সভাপতি এরশাদ মিয়া, সাধারন সম্পাদক নকুল দেবনাথ, অর্থ সচিব সুমন দেবনাথ, সদস্য কামাল হোসেন ও উপদেষ্ঠা জহির আহমেদ। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন-মরহুম আবুল কালাম আজাদের পুত্র আবু ইউসুফ। উদ্বোধনী ম্যাচে হাজীগঞ্জ একাদশ ও বরুড়া উপজেলার ভাতেশ্বর একাদশ অংশগ্রহন করে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ২৭ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।