আবু সাঈদ,কচুয়াঃ
কচুয়া উপজেলার জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় প্রবীন নেতা মোতেচাম বিল্লা (৯২) বুধবার সকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ীতে বার্ধক্য জনিত রোগে ইন্তেকাল করেন (ইন্না………রাজিঊন) মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্যা গুনগ্রাহীদের রেখে যান। দুপুর ২টায় জগতপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা, বিকাল সাড়ে ৩টায় মরহুমের জগতপুর গ্রামের নিজ বাড়ীর আঙ্গিনায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাযায় কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, চাঁদপুর জেলা আওয়ামীগের সাবেক সদস্য সহিদ উল্ল্যাহ, চাঁদপুর আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. সেলিম আকবর, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সভাপতি কামরুল ইসলাম, জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক আমির হোসেন, সিনিয়র শিক্ষক কাজী জাকারিয়া, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল মাওলা হেলাল মুন্সী, জাতীয় পার্টির নেতা কাজী মোস্তফা কামাল, আইনজীবি, সাংবাদিক, ডাক্তার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহন করে। মরহুম মোতেচাম বিল্লা তাঁর জীবনে একজন আদর্শ শিক্ষক ও রাজনীতিবিদ পুরুষ হিসেবে এলাকার লোকজনের মধ্যে সুপরিচিত ছিলেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।