মোঃ আলমগীর তালুকদার, কচুয়া॥
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল মঙ্গলবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।
মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুল মোতালেবের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, মাদ্রাসার সুপার আবু ইউসুফ, পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা মোফাজ্জল হোসেন, জহিরুল হক, ইঞ্জিনিয়ার আমির হোসেন প্রমূখ।এসময় অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক তারেক মনোয়ার।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
শিরোনাম:
রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
