কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামের পরনারী লোভী লম্পট হিসেবে পরিচিত আব্দুল লতিফের পুত্র অলিউল্লাহকে গণধোলাই শেষে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
জানা যায়, শুক্রবার মধ্যরাতে সাহেদাপুরের পার্শ্ববর্তী মনোহরপুর গ্রামের বানারী বাড়ির (পশ্চিম পাড়া) প্রবাসী আমির হোসেনের ঘরে প্রবেশের চেষ্টা করছিল অলিউল্লাহ। এ অবস্থায় ঘরের লোকজন টের পেয়ে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে অলিউল্লাহকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে কচুয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে। কচুয়া থানার এসআই সাদেকুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে অলিউল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে চল্লিশোর্ধ্ব বয়সী অলিউল্লাহ একজন নারী লোভী ব্যক্তি হিসেবে এলাকায় কুখ্যাত। সে নানা কৌশলে সুন্দরী রমনীদের সাথে সম্পর্ক গড়ে তুলে তাদের সাথে অবৈধ কাজে লিপ্ত হয়। এমনি কুকর্মে লিপ্ত হতে গিয়ে অলিউল্লাহ গত তিন বছরের মধ্যে কচুয়া উপজেলার নুরপুর, পনশাহী ও দৌলতপুরসহ কয়েকটি গ্রামে গণধোলাইয়ের শিকার হয়। এলাকাবাসী এই লম্পট অলিউল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।