প্রতিনিধি
গতকাল শুক্রবার কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের পনশাহী গ্রামের সরাই বাড়ির মৃত সাঈদুর রহমানের প্রবাসী পুত্র শাহআলম ও জামালের ঘরে জুমার নামাজের সময় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সরজমিনে গিয়ে জানা যায়, দুপুর ১২টার দিকে বাড়ির সকল মানুষ পার্শ্ববর্তী রাজাপুর গ্রামে দাওয়াত খেতে যায়। বিকেল ৩টার দিকে দাওয়াত খেয়ে বাড়িতে এসে দেখতে পায় শাহআলমের চৌচালা টিন শেড ঘরের দরজা ভাঙ্গা। কে বা কারা ঘরের ভেতর থেকে স্টিলের আলমিরা ভেঙ্গে ৪ ভরি স্বর্ণ, নগদ ৪০ হাজার টাকা এবং জামাল হোসেনের আধাপাকা বিল্ডিংয়ের স্টিলের দরজা ভেঙ্গে ঘরের আলমিরা থেকে ৪ ভরি স্বর্ণ ও ওয়ার্ডরোব ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া ঘরের অন্যান্য আসবাবপত্র ভেঙ্গে কম্বল, লেপ-তোষকসহ নানা জিনিসপত্র ফ্লোরে এলোমেলো করে রাখে। দুর্বৃত্তরা আলমিরাতে থাকা তাদের বাড়ি ও জমিজমার দলিলপত্র, রহিমানগর বাজার দোকানঘর লিজ, ইন্স্যুরেন্স ও জন্ম নিবন্ধন সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। শাহআলম ও জামালের ছোট ভাই মহিউদ্দীন ধারণা করছেন বাড়ির আশপাশের বখাটে যুবকরা এ ঘটনাটি ঘটিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কচুয়া থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।