কচুয়া উপজেলার মিয়ার বাজারে ইউনিয়ন ব্যাংক লিমিটেড’র ৩৯ তম শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার সাবেক সচিব ও এনবিআর এর চেয়ারম্যান গোলাম হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে এ শাখার উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও সহকারি ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গোলাম হোসেন ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মইনুল ইসলাম চৌধুরী, ড. মনসুর উদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল হাই মুন্সী ও শরফুউদ্দীন, সমাজ সেবক হুমায়ূন কবির ও ইউনিয়ন ব্যাংকের মিয়ারবাজার শাখার ব্যবস্থাপক আলমগীর মিয়া । উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।