কচুয়া সংবাদদাতা: কচুয়া উপজেলার গুরুত্বপূর্ণ রহিমানগর বাজারে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ৭/৮জনের একটি চোর চক্র গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে মাইক্রোবাস নিয়ে এসে ম্যারিজ সিগারেটের কচুয়া টেরিটরির রহিমানগর পয়েন্ট কার্যালয়ের তালা কেটে নগদ অর্থসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় মালামাল লুট করে মাইক্রোবাসে উঠানোর মুহূর্তে সেহেরি খাওয়ার জন্য ঘুম থেকে জেগে উঠা এ বাজারের ঔষধ ব্যবসায়ী ইউসুফ মিয়া চোর চক্রদের গাড়িতে মাল উঠাতে দেখে জিজ্ঞাসা করলে চোর চক্র তাদের নিজেদেরকে কোম্পানীর লোক বলে দাবী করে। এক পর্যায়ে কয়েকজন উক্ত ঔষধ ব্যবসায়ীর নিকট এসে তার হাত-পা বেঁধে মুখে কসট্রিপ লাগিয়ে ওই কার্যালয়ের সামনে ফেলে রাখে।
ম্যারিজ সিগারেট কোম্পানীর কচুয়া টেরিটরির ম্যানেজার জসীম উদ্দিন জানান, চোর চক্র লুটে নেওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৪লক্ষ ৪২হাজার টাকা, ২লক্ষ ১৫হাজার ৬০টি সিগারেট শলাকা-যার বাজার মূল্য ৭লক্ষ ৫৪হাজার ৮শত ১০টাকা। তিনি আরো জানান, উক্ত চুরির ঘটনা লিখিত ভাবে কচুয়া থানার পুলিশকে অবগত করানো হয়েছে।