আবু সাঈদ,কচুয়াঃ
কচুয়া উপজেলার গুরুত্বপূর্ন রহিমানগর বাজারে মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মজুমদারের আধাপাকা রড সিমেন্টের দোকান ঘরের দেয়াল ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার (২৫ জানুয়ারী) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মজুমদার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ (নং-৯১) দায়ের করেছে। কচুয়া থানার এসআই নুরুল আলম সরজমিনে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
আব্দুল কাদের মজুমদারের থানায় দায়ের করা লিখিত অভিযোগে প্রকাশ, সে ২৫ জানুয়ারী রাত অনুমান ৯টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। পরের দিন ২৬ জানুয়ারী সকাল ৭টার দিকে জনৈক বাজার ব্যবসায়ী মোবাইল ফোনে আব্দুল কাদেরকে জানায়, তার দোকান ঘরের দেয়াল ভেঙ্গে ফেলেছে। এ সংবাদ পেয়ে আব্দুল কাদের দ্রুত বাজারে এসে দেখতে পায় তার দোকানের দক্ষিন পাশে দুইটি ও পশ্চিম পাশে একটি দেয়াল ভাঙ্গা বড় আকৃতির ছিদ্র। বিষয়টি আব্দুল কাদের মজুমদার তাৎক্ষনিক বাজার কমিটির সভাপতি ও সম্পাদক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অবগত করায়। বাজার ব্যবসায়ীদের মতে এটি একটি সম্পূর্ন নাশকতামূলক কর্মকান্ড। পূর্ব শক্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার রাত্রিতে বাজার পাহারাদাররা তাদের পাহারাদারের দায়িত্ব পালন করে বলে দাবী করছে। কিন্তু দীর্ঘ সময়ে ধরে উক্ত দোকানের দেয়াল ভাঙ্গা কাজটি বাজার পাহারাদাররা টের পায়নি বলে দাবী করছে। তাদের এ দাবী বাজার ব্যবসায়ীদের কাছে হাস্যকর বলে মনে হচ্ছে। তাদের মতে, পুলিশ প্রশাসন বাজার পাহারাদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে দেয়াল ভাঙ্গার সাথে জড়িতদের সনাক্ত করা যাবে। এসআই নুরুল আলম জানান, এটি একটি নাশকতামূলক কর্মকান্ড ছাড়া আর কিছুই নয়। এ নাশকতামুলক কমকান্ডের সাথে জড়িত দৃর্বৃত্তদের খুজে বের করার জোর তৎপরতা চলছে।
এদিকে মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মজুমদারের দোকান ঘরের দেয়াল ভাঙ্গার সাথে জড়িত দুর্বৃত্তদের খুজে বের করে দৃষ্টান্তুমূলক দাবী জানিয়েছে কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আব্দুল মবিন ও ডেপুটি কমান্ডার জাবের মিয়া।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।