প্রতিনিধি
কচুয়া উপজেলার শিলাস্থান মিয়াজী বাজারে ১৫ মার্চ শনিবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আঃ মতিন মিয়াজীর ভাড়া দেয়া জুয়েলারী, কসমেটিক্স, মুদি ও মোবাইল ফোনের চারটি দোকান পুড়ে ভস্মীভূত হয়। দোকান ঘর ছাড়াও পাশের কয়েকটি নারিকেল ও আমগাছ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কচুয়া সদর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
নির্বাচনোত্তর প্রতিপক্ষ রাজনৈতিক দলের লোকজন নাশকতামূলক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে বলে স্থানীয় লোকজনের ধারণা। এ ব্যাপারে আঃ মতিন মিয়াজী বাদী হয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং-৬৬১, তাং-১৬-০৩-২০১৪ খ্রিঃ।