প্রতিনিধি
কচুয়া থেকে অপহৃত স্কুল ছাত্র রাজিব (১৪)কে গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। অপহরণের ৬ দিন পর গতকাল সোমবার দুপুরে গাজীপুর জেলার কালিয়াকৈর চান্দুরা পল্লী বিদ্যুৎ সুপার মার্কেট থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ অপহরণের সাথে জড়িত তিন জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ জেলার মৌলভীপাড়া এলাকার সোলেমানের ছেলে আইয়ুব আলী (২৪), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাসারা এলাকার আবুল হোসেনের ছেলে সুমন (২৪) ও সিরাজগঞ্জ জেলার চলরা উপজেলার তিন আন্দি গ্রামের আজহারের ছেলে হেদায়েত উল্লাহ (২৫)।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন মজুমদার জানান, উপজেলার মনপুরা গ্রামের প্রবাসী আলী আক্কাসের স্কুল পড়ুয়া ছেলে রাজিব ১৬ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণকারীরা মাইক্রোতে করে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ব্যাপারে রাজিবের বোন নার্গিস আক্তার ১৮ সেপ্টেম্বর কচুয়া থানায় একটি অপহরণ মামলা করেন। মামলা নং-০৯ তারিখ- ১৮/৯/২০১৪ খ্রিঃ। মামলার সূত্র ধরে থানা পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর চান্দুরা এলাকা থেকে তাকে উদ্ধার করে এবং ৩ জনকে গ্রেফতার করে।