কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা: কচুয়ায় অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ভস্মীভূত। মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলার তুলাতলী গ্রামে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে প্রবাসী আলী আক্কাসের ঘর থেকে আগুনের লেলিহান ছড়িয়ে পাশ^বর্তী খোরশেদ আলম, আলমগীর হোসেনের বসতঘরে আগুন লাগে।
খবর পেয়ের কচুয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে চারটি ঘরই পুড়ে যায়। এতে প্রায় ১১ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানায়।
ফায়ার সার্ভিস কর্মীদের ধারনা, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।