চাঁদপুরের কচুয়ায় সহকারী পাবলিক প্রসিকিউটর ও চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডভোকেট এম.এ হালিম পাটোয়ারীকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে কাদলা ফাজিল মাদ্রাসা মাঠে কাদলা গ্রামবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিশিষ্ট সমাজসেবক আবু বকর তফাদারের সভাপ্রধানে ও আওয়ামীলীগ নেতা খোরশেদ আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কাদলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবুল হাছানাত ফরহাদ, সমাজসেবক আবু সুফিয়ান,ডা.মিলান কান্তি চক্রবর্তী,ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় ইউপি সদস্য মো. ওবায়েদ, আবুল কাসেম ও আলাউদ্দিন মজুমদার ও আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/