কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা: আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে বাড়ি, পাড়া-মহল্লা, হাট-বাজার ও রাজনৈতিক কার্যালয় এখনই প্রায় সরগরম।
এদিকে কচুয়া উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের নির্বাচিত সাধারন সম্পাদক, মুক্তিযোদ্ধার সন্তান, প্রবীণ রাজনীতিবিদ,ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশী মো.ফয়েজ উল্লাহ স্থানীয় নেতাকর্মীদেরকে নিয়ে ইউনিয়নের ভোটাদের সাথে গনসংযোগ ও কুশল বিনিময় করেছেন। শনিবার সকালে খিড্ডা বাজারে সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এসময় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী, প্রবীণ রাজনীতিবিদ মো.ফয়েজ উল্লাহ বলেন, আমার বাবা মৃত শিপাহী তাজুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন,ছোট বেলা থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে মাতায় নিয়ে ছাত্র রাজনীতি থেকে অথ্যবধি পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছি।
বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে এলাকা বাসীর সেবা করে যাচ্ছেন। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে হামলা মামলা ও নির্যাতনে শিকার হলেও আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে আসেনি। তিনি আরো বলেন,গেল জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকি প্রার্থীকে জয়যুক্ত করতে তিনি নিরলসভাবে মাঠে কাজ করেছেন। দলীয় ও সরকারি নির্দেশে করোনা ভাইরাস মোকাবিলায় সচেতনতা তৈরিতে ইউনিয়ন ব্যাপী লিফলেট বিতরণ থেকে শুরু করে মাস্ক ও বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি এবং তা অব্যাহত আছে।
এ বিষয়ে প্রবীন এই আ’লীগ নেতা আরো বলেন,দলীয় নেতাকর্মী থেকে শুরু করে ইউনিয়নের সাধারণ জনগন আমাকে ইউনিয়নের চেয়ারম্যান পদে চাইছে। সে কারণে বঙ্গবন্ধু কন্যা দলীয় সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন বলে তিনি আশা করেছেন। সর্বশেষ তিনি বলেন,আসছে ইউপি নির্বাচনে ইউনিয়ন বাসীর কাছে তিনি দোয়া ও সমর্থন প্রত্যাশা কামনা করেছেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/