প্রতিনিধি
কচুয়ায় স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরের আগমন উপলক্ষে শো-ডাউন দেখাতে গিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে দু� চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদার ও শাহজাহান শিশিরের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথমে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে �ফেয়ার নিউজ ২৪ ডটকম� অনলাইন পত্রিকার কচুয়া প্রতিনিধি মোঃ খোরশেদ আলম সিকদার, কচুয়া থানার এসআই মোবারক হোসেন, কনস্টবল রাজন চক্রবর্তী, নূর হোসেন ও আবুল কালামসহ অন্তত ২০জন আহত হয়েছেন। আহতরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দু� পক্ষের সংঘর্ষ চলাকালে ইসহাক সিকদারের সমর্থকরা অস্ত্র নিয়ে শাহজাহান শিশিরের সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় ছবি তুলতে গেলে ইসহাক সিকদারের সমর্থকরা সাংবাদিক খোরশেদ আলম শিকদারকে বেদম মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ড. মহীউদ্দীন খান আলমগীর ঢাকা থেকে রওনা হয়ে কচুয়া সীমানায় পৌঁছানোর ঘণ্টাখানিক পূর্বেই সকাল ১১টায় উভয় পক্ষ উপজেলার বারৈয়ারা ও বায়েক এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা-ধাওয়া চলার এক পর্যায়ে শাহজাহান শিশিরের সমর্থক পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আক্কাস আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ সময় শিশিরের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-কচুয়া সড়ক অবরোধ করে। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষুব্ধরা দায়িত্বরত পুলিশের এএসআই গোপালের পিস্তল ছিনিয়ে নেয়। দফায় দফায় চলতে থাকে দু� পক্ষের সংঘর্ষ। এরই মাঝে ড. মহীউদ্দীন খান আলমগীর কচুয়ায় পৌঁছানোর পর সাচার পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সড়ক অবরোধ তুলে নিতে গেলে পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আক্কাসের লোকজন পুলিশের উপর পুনরায় হামলা চালায়।
এ সময় এসআই মোবারক হোসেন, কনস্টবল রাজন চক্রবর্তী, নূর হোসেন ও আবুল কালাম আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। প্রায় ৩ ঘণ্টা পর পুলিশ ঢাকা-কচুয়া সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, খোয়া যাওয়া পিস্তলটি পরে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৫ মার্চ কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ জন এবং বিএনপির ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।