কচুয়া প্রতিনিধি
কচুয়ায় আপত্তিকর অবস্থায় লম্পট দু’নারী-পুরুষকে আটক করেছে স্থানীয় জনতা। গত বুধবার মধ্যরাতে উপজেলার (মনপুরা)-বাতাবাড়িয়া গ্রামে আপত্তিকর এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।
সরেজমিনে স্থানীয়রা জানিয়েছে, উপজেলার বাতাবাড়িয়া গ্রামের ৪ সন্তানের জনক লম্পট বিল্লাল হোসেন (৪৮) একই গ্রামের তাজুল ইসলামের ৪ সন্তানের জননীকে দীর্ঘ কয়েক বছর ধরে প্রেম নিবেদনসহ বিভিন্ন সময় উত্ত্যপ্ত করে আসছে। এভাবে বিভিন্নভাবে সুকৌশলে বিল্লাল হোসেন তাঁর মনজয় করে ঘটনার দিন মধ্যরাতে তাজুল ইসলামের গৃহে আপত্তিকর অবস্থায় লিপ্ত হলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে হাত-পা বেঁধে রাখে।
পরদিন বৃহস্পতিবার স্থানীয় মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লালুর কার্যালয়ে নিয়ে আসলে তিনি তাদের উভয়ের বক্তব্য শুনে বিষয়টি ইসলামি শরীয়াহ মোতাবেক সমাধানের জন্য সময় বেঁধে দেন এবং অভিযুক্ত লম্পট বিল্লাল হোসেনকে ওই গ্রামের স্থানীয় মোড়ল আলী আক্কাসের জিম্মায় রাখেন। পরে রাতের আঁধারে একটি মহল লম্পট বিল্লাল হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়।