প্রতিনিধি
কচুয়ায় রাতের আঁধারে আবারো সড়ক কেঁটে প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছে একদল দুর্বৃত্ত। গতকাল সোমবার ভোররাতে উপজেলার উত্তর পালাখাল-সিংআড্ডা সড়কের সফিবাদ পশ্চিমপাড়া ব্রিজের সাথে রাস্তা কাঁটার এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে দু’দিকে শ’ শ’ গাড়ি আটকে পড়ে, দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এলাকাবাসী জানিয়েছে, উপজেলার ঘাগড়া, বাছাইয়া ও মনপুরার পর এবার উত্তর পালাখাল-সিংআড্ডা কচুয়া সড়কের সফিবাদ এলাকায় সোমবার ভোররাতে রাস্তা কেঁটে ফেলে একদল অজ্ঞাত দুর্বৃত্ত। পরদিন সকালে স্থানীয়রা ঘটনাস্থলে এসে রাস্তাটি কাঁটা অবস্থায় দেখতে পায়। স্থানীয় আওয়ামী লীগ নেতা মঞ্জিল মিয়াজী জানান, গত রোববার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদারের পক্ষে সফিবাদ এলাকায় একটি মিছিল বের করা হয়। এতে ক্ষুব্দ হয়ে জামাত-শিবিরের নেতাকর্মীরা রাস্তা কাঁটতে পারে বলে তিনি জানান। পরে স্থানীয় ইউপি মেম্বার ছফিউল খানসহ এলাকাবাসী রাস্তা ভরাট করে যান চলাচলের ব্যবস্থা করেন।
শিরোনাম:
সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।