প্রতিনিধি=
কচুয়া উত্তরাঞ্চলের প্রায় কৃষকরা আলু আবাদে ব্যস্ত সময় কাঁটাচ্ছে। গত বছরের প্রায় কৃষকরা আলু চাষাবাদ করলে ও লাভের চেয়ে ক্ষতিটা হয়েছে বেশি। এবার সেই দিকটা কৃষকেরা চিন্তা না করে এবার আবারো আলু চাষবাদ করছে হাজারো কৃষক।
জানা গেছে, টানা কয়েক বছর আলু চাষ করে কৃষকেরা লাখ লাখ টাকার ক্ষতি হয়, লোকসানের বিনিদ্র মাথায় নিয়ে আবারো চাষীরা আলু রোপনে ব্যস্ত হয়ে পড়েছে। কচুয়ার কয়েকটি অঞ্চলে ঘুরে দেখা যায়, সবার মুখে একই কথা শুনে যায় গত কয়েক বছর ধরে আমরা লাভের চেয়ে ক্ষতির বোঝা মাথায় নিয়ে পুনরায় আলু চাষাবাদ করছি। সাচার গ্রামের কয়েকজন জানান, ব্যাংক থেকে ঋন নিয়ে সার ক্রয় করে আলু চাষাবাদ করেছি। যদি এবারো আবার ক্ষতি হয় তাহলে আমরা পথে বসে যাবো। পালাখাল, নন্দনপুর, সেঙ্গুয়া, মাঝিগাছা, সাচার ও তার আশে পাশের গ্রামগুলোতেও লক্ষ্য করা যায়, আলু চাষাবাদ করছে হাজারো কৃষক। এদিকে ইউনিয়ন কৃষিকর্মকর্তা সন্তোষ চন্দ্র দেবনাথ বলেন, প্রতিবছর কচুয়ার কয়েকটি অঞ্চলে চাষীরা বেশি ধরনের আলু আবাদে ব্যস্ত থাকে। আলু চাষ করার জন্য হাজারো কৃষক মহীয়ান হয়ে পড়েছে। গত কয়েকবছর টানা আলু চাষে লোকসানে হলেও পুনরায় তারা আবার আলু চাষ করছে।
তিনি আরো জানান, অনেক কৃষকেরা ব্যাংক থেকে ঋণ নিয়ে জমিতে আলু চাষ করে। তারা তাদের চাহিদা মতো আলু বিক্রি করে লাভ না পায় তাহলে পথে বসতে হবে। আলু চাষীরা বর্তমানে নানা ধরনের বীজের আলু চাষ করছে। পালাখালের কৃষক আবুল বাসার ও মবিন জানান, আমরা অনেক ভয়ভীতি উপেক্ষা করে লাভের কথা চিন্তা করে আবারো আলু রোপণ করছি। আলু আবাদে শীতের এই ব্যস্ত সময় কাঁটাচ্ছে হাজারো কৃষক।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।