প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা দেওয়ায় দলের বিদ্রোহীরা সড়ক অবরোধ করেছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জগতপুর বাজারে এ অবরোধ চলে। এ সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক শাহজাহান শিশির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল আলম স্বপনকে একক প্রার্থী হিসেবে ঘোষণা না দেওয়ায় তাঁর সমর্থকরা সড়কে গাছ ফেলে অবরোধ রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দেয়।
কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, দুপুর ১টার পর থেকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, রবিবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট হেলাল উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান পদে কামরুন নাহারের নাম ঘোষণা করেন।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।