কচুয়া : চাঁদপুরের কচুয়ার শাহারপাড় সরকারি খাস দিঘি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন’ শিরোনাম সংবাদের পরপরই কচুয়া উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জিয়া আহমেদ সুমন এর প্রতিশ্রুতি মোতাবেক তা বন্ধ করে দেয়া হলে এলাকার জনমনে স্বস্তি ফিরে আসে। তবে যে চক্রটি অবৈধভাবে মাটি উত্তোলনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে কঠিন শাস্তির দাবি করেছে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী মহল। দীর্ঘদিন ধরে ওই দিঘির মাঝখান থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করায় আশপাশের আবাদী জমি ও বাড়ি-ঘর দেবে যাবার মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যারা অর্থ, ক্ষমতা, লোভ ও স্বার্থের জন্য মানুষের ক্ষতি করতে পারে- অন্যায়-অবিচার-জুলুম করতে পারে, তারা সমাজ, দেশ ও জাতির শত্রু। স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার ওই চক্রটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিৎ বলে ভুক্তভোগী মহল মনে করেন।
শিরোনাম:
শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।