আবু সাঈদ, কচুয়া
চাঁদপুরের কচুয়ার ১০নং গোহট দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১০জন আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
আহতরা হচ্ছে-ইউপি চেয়ারম্যান আমির হোসেন (৫৮), মুক্তিযোদ্ধা সফিকুর রহমান (৬৫), ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউল করিম রতন (২৫), ওয়ার্ড যুবলীগের সভাপতি হেলাল হোসেন (৩২), ইউনিয়ন যুবলীগের সভাপতি অনুপ কান্তি দাস টিটু (৩৭), যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম (৩৫) ও আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম (৪০)। আহতরা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা গ্রহন করে। তন্মধ্যে ইউপি চেয়ারম্যান আমির হোসেন কে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে তার নিকট আত্মীয়রা জানায়। সকাল ৯টার দিকে চাপাতলী গ্রামে আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম হামলার শিকার হন। ওই হামলা কে কেন্দ্র করে বর্ধিত সভা শুরুর পূর্ব থেকে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়তে থাকে।
ওই সভায় চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহরিয়ার শাহীন ও সাধারন সম্পাদক সেলিম হোসেনের নাম প্রস্তাব আকারে উপস্থাপন করা হলে সভায় উপস্থিত তৃনমূলের নেতাকর্মীদের সমর্থনের ভিত্তিতে মোঃ শাহরিয়ার শাহীন কে দলীয় মনোনয়নের জন্য নাম তালিকা ভুক্ত করা হয়।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।