আবু সাঈদঃ
কচুয়ায় ঈদ-উল-আযহার পরের দিন ২৬ সেপ্টেম্বর ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ঈদ আনন্দ উৎসব’। এ উপলক্ষে গৃহীত কর্মসূচীর সফল বাস্তবায়নে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে ১২টি উপ-কমিটির আহবায়ক ও সদস্য সচিবদের নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের সভাপতিত্বে এ পর্যালোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন বলেন-কচুয়ায় ‘ঈদ আনন্দ উৎসব পালনের’ যে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেয়া হয়েছে এর সফল বাস্তবায়নে বিভিন্ন উপ-কমিটির আহবায়ক, সদস্য সচিব ও সদস্যদেরকে স্বেচ্ছাসেবকের ভূমিকায় কাজ করতে হবে। এ আনন্দ উৎসব সফল বাস্তবায়ন হলে সমগ্র দেশে কচুয়ার ভাবমূর্তি উজ্জ্বল হয়ে উঠবে। তাই আসুন- আমরা সকলে মিলে সংকীর্নতার উর্ধ্বে উঠে শান্তিপূর্ন ভাবে উক্ত উৎসব পালন করি।
এদিকে ঈদ আনন্দ উৎসব পালনকে কেন্দ্র করে সর্ব মহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রতিযোগী হিসেবে তালিকাভুক্ত হতে নির্ধারিত ফরম পূরনের হিড়িক পড়েছে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মধ্যে যথেষ্ট আগ্রহ সৃষ্টি হয়েছে। পাশাপাশি তাদের সহধর্মনীরাও প্রতিযোগিতায় অংশ নিতে দারুন উৎসাহ বোধ করছে।
শিরোনাম:
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।