আবু সাঈদ,কচুয়াঃ
আজ শুক্রবার বাদ জুম্মা কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজারে ইসলামী ছাত্রসেনার উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছের মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশগ্রহন করেন- রহিমানগর পশ্চিম বাজার জামে মসজিদ খতিব মাওঃ আব্দুল মন্নান, উত্তর বাজার বাইতুন জামে মসজিদ খতিব মাওঃ আবুল হাশেম শাহ মিয়াজী, চাঁদপুর জেলা ছাত্রসেনার সভাপতি ফকরুদ্দীন, কচুয়া উপজেলা ইসলামী ছাত্রসেনার সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমেদ, কচুয়া উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার নবু, উপজেলা ইসলামী ছাত্রসেনা সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম, উপজেলা সাবেক ছাত্রলীগ যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম চৌধুরী ও ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দ সহ মুসল্লীবৃন্দ। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গনে এসে মিলিত হয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।