প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ার উত্তর শিবপুর গ্রামে খাবারে বিষক্রিয়ায় একই বাড়ির নারী-পুরুষ, শিশুসহ ১৫ জন অচেতন হয়ে পড়েছে। অন্যদের এলাকায় প্রাথমিক চিকিত্সা দেওয়া হলেও গতকাল রবিবার দুপুরে থানা পুলিশ অচেতন ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। অচেতন হওয়া গৃহবধূ শিল্পী আক্তারের স্বামী ইমাম হোসেন জানান, তিনি ঢাকায় ছিলেন। রবিবার দুপুরে গ্রামের এক ব্যক্তি তাঁকে মুঠোফোনে জানান, বাড়ির সবাই অচেতন হয়ে পড়ে আছে—এমন খবর পেয়ে ইমাম হোসেন ছুটে আসেন। পরে পুলিশ ও গ্রামের অন্যদের সহায়তায় গুরুতর অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খোঁজ নিয়ে জানা গেছে, ওই বাড়িতে তিনটি পরিবারের ১৫ জন সদস্য থাকে। গত শনিবার রাতের খাবারের পর ওই পরিবারগুলোর সবাই অচেতন হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে শিউলি আক্তার জানান, রাতের খাবারের পরপরই তিনিসহ অন্যরা জ্ঞান হারিয়ে ফেলে। তবে কী কারণে এ ঘটনা, তা জানাতে পারেননি। হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক শাহজাদী মুক্তা জানান, খাবারের সঙ্গে বিষ মিশে তা আক্রান্তদের স্নায়ুতে ছড়িয়ে পড়েছে। এদের মধ্যে মোশাররফ হোসেন (৩০) ও সাত বছরের শিশু সাদিয়ার অবস্থা আশঙ্কাজনক। অন্যদের মধ্যে চারজন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করেছে। অসুস্থরা হচ্ছে মুসলিমা আক্তার (২৪), বুলু বেগম (৫৫), শামছুন্নাহার (৩০), ওমর ফারুক (১৪)। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থল থেকে অসুস্থদের উদ্ধার করে। একই সঙ্গে কী কারণে ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।