স্টাফ রিপোটার
কচুয়ায় সম্ভ্রান্ত এক ব্যক্তির বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ শাহ মাওঃ মোঃ মেছবাহুল ইসলাম লতিফী গতকাল সোমবার কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের দেয়া লিখিত বিবৃতির মাধ্যমে এ অভিযোগ করেন।
অভিযোগ তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধে একটি হাস্যকর স্থানীয় পত্রিকান্তরে সংবাদ ছাপায়। তিনি আরো উল্লেখ করেন, তার মরহুম পিতা আল্লামা আব্দুল লতিফ (র.) কচুয়ার চাপাতলি লতিফিয়া এনামিয়া ফাজিল মাদ্রাসা, খানকায়ে লতিফিয়া নূরানী, লতিফিয়া এনামিয়া কমপ্লেক্স, ইসলামী মিশনারী প্রতিষ্ঠান, ইসলামী পাঠাগার, গোহট মহিলা মাদ্রাসাসহ চট্টগ্রাম, বরুড়া ও লাকসামে বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। আর এসব প্রতিষ্ঠান উত্তরাধিকারী সূত্রে হাফেজ শাহ মাওঃ মোঃ মেছবাহুল ইসলাম লতিফী ও তার অপর ভাইয়েরা দীর্ঘদিন পরিচালনা করে আসছেন। ১৯৮৮ সাল থেকে তিনি কচুয়া উপজেলার রহিমানগর বাজার এলাকায় পৈত্রিক সূত্রে মালিকীয় বাড়িতে বসবাস করে আসছেন। তারা ৯ভাই উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে কর্মরত রয়েছেন।
তিনি আরো জানান, তার প্রয়াত ভাই ইমামুল ইসলাম লতিফী চট্টগ্রাম প্রেসক্লাবের পর পর কয়েকবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার ব্যক্তি সুনাম নষ্ট করতে বিভ্রান্তিকর সংবাদ প্রাকশ করে। এ ঘটনায় তিনি বিস্মিত ও দুঃখ প্রকাশ করেন। এছাড়া এ থেকে জরুরি ভিত্তিতে পরিত্রান পেতে হাফেজ শাহ মাওঃ মোঃ মেছবাহুল ইসলাম লতিফী স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।