আবু সাঈদ, কচুয়া
কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরের উদ্যোগে সমগ্র কচুয়ায় একযোগে ৬২ হাজার চারা গাছ রোপনের মহাৎসবে ঘটে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি চারা রোপনের মাধ্যমে এর উদ্বোধন করেন। চারা রোপন উদ্বোধনের পূর্বে ওই কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্র্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস মাসে এবং তাঁর স্মরনে চারা রোপনের এ কর্মসূচী কচুয়া বাসী দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার জানামতে, বাংলাদেশে এই প্রথম বারের মত সমগ্র কচুয়ায় একযোগে ৬২ হাজার গাছের চারা রোপনের অভিযান আরও কেউ গ্রহন করেনি। বঙ্গবন্ধুর স্বপ্নের শ্যামল বাংলা গড়ে তুলতে গাছ লাগিয়ে দেশের ভারসাম্য রক্ষায় উন্নয়নের কোন বিকল্প নেই। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামছুল হক ভুইয়া এমপি, সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কচুয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।
উল্লেখ্য যে, গত এক সপ্তাহ থেকে উপজেলার ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০টি ধর্মীয় ও ১৫টি সামাজিক প্রতিষ্ঠানে ওই চারা গাছ গুলো পিকআপ গাড়ি যোগে পৌছিয়ে দেয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে একটি করে চারা বিতরন করা হলে, বৃহস্পতিবার একযোগে চারা রোপনের মহাউৎসবে মেতে উঠে কচুয়াবাসী। এ চারা রোপন কর্মসূচীর উদ্যোগ দাতা মোঃ শাহজাহান শিশির কে সার্বিক সহযোগিতা করেন কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রিয়তোষ পোদ্দার ও সাধারন সম্পাদক রাকিবুল হাসান।