রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরের কচুয়ায় এনবিআরের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেনের গাড়ি বহরে ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিরাট মানববন্ধন করে এলাকাবাসী। সোমবার বিকেলে হাশিমপুর মিয়ার বাজার সড়কে দীর্ঘ এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন পেশা শ্রেণির মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের বন ও পরিবেশ সম্পাদক ডা. আঃ মালেক, আ’লীগ নেতা মোকলেসুর রহমান, গোহট ইউনিয়ন যুবলীগ সভাপতি মনির হোসেন, যুবলীগ নেতা গোলাম গাউছ প্রমুখ। এর আগে মোঃ গোলাম হোসেন তার বাস ভবনে তার গাড়ি বহরে হামলার বিষয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি কচুয়ার একটি অনুষ্ঠানে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করবেন। সেই রাজনীতি স্বাধীনতার স্বপক্ষ শক্তিতে বিশ্বাস করেন এবং বঙ্গবন্ধু তার আদর্শের প্রতি আস্থাশীল হয়ে রাজনীতি করবেন। এছাড়া এলাকায় তিনি বিভিন্ন সামাজিক কর্মকা- করছেন বলে একটি মহল তাকে প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে। যার অংশ হিসেবে রোববার এলাকায় একটি সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বিকেলে তার গাড়ির বহরে এ হামলা করা হয়। শুধু তাই নয়, তার ছোট ভাই উপজেলা আ’লীগের সহসভাপতি শাহদাত মিয়ার উপর নলুয়া বাজারে হামলা করে ও তার গাড়ি ভাংচুর করে। এছাড়া তার সফর সঙ্গী সংবাদকর্মীদের উপরও হামলা করে তাদের মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয়।