চাঁদপুরের কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী ফয়জুন্নেছা (৬০) করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর আড়াই ঘণ্টাপর রাত ৮টার দিকে স্বামী দেলোয়ার হোসেন (৭৫) মৃত্যুবরণ করেন বলে তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
শনিবার সকালে কড়ইয়া ইউনিয়নের পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী সুমন পাটওয়ারী (৩৫)। সে পরানপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।
সুমন পাটওয়ারীর পিতা আবুল কাশেম জানান, কয়েকদিন ধরে জ্বর এবং শ্বাস কষ্ট থাকায় শুক্রবার ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে সুমনকে ভর্তি করি। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই হাসপাতালে করোনার টেস্ট করানো হয়েছে। রিপোর্ট এখনো হাতে আসেনি। একইদিন বিকালে জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অপরদিকে শনিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত কচুয়ায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, শনিবার ৩৫ জন করোনার নমুনা দিয়েছে। তন্মধ্যে ৯ জনের রিপোর্ট পজেটিভ। বাকি ২৬ জনের নমুনা পুনরায় পরীক্ষা করার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।