
কচুয়া সংবাদদাতা: মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের প্রথম লকডাউন ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে কচুয়া উপজেলা কাদলা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার উপজেলার কাদলা গ্রামের প্রতিটি বাড়ী ও মহল্লা গিয়ে সংগঠনের সভাপতি মো ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান নিজ হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
কাদলা ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান জানান, করোনা ভাইরাস দ্বিতীয় ধাপে সংকট মোকাবেলা ও পবিত্র রমজান মাস উপলক্ষে কাদলা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছর দরিদ্র মানুষের মাঝে আমাদের এই কার্যক্রম অব্যহত রেখেছি। আমাদের সংগঠনের উদ্যোগে কাদলা গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় গরীব অসহায় ও দুস্থ পরিবার মাঝে খাদ্য এবং ইফতারসামগ্রী বিতরণ করা হয় । উপহার সামগ্রীর ব্যাগে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, মুড়ি,খেজুর,চিনিসহ বিভিন্ন খাদ্য পন্য ।
করোনা ভাইরাস সংক্রমণে প্রথম ধাপে সারাদেশে যখন লকডাউন ছিলো ওই মুহূর্তে আমাদের এই সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কাজ অব্যহত রাখছি। করোনাকালীন আমাদের এই সহযোগিতা অব্যাহত থাববে।
চাঁদপুরনিউজ/এমএমএ/