কচুয়া প্রতিনিধি=
: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির পক্ষে কথা বলায় চাঁদপুরে তর্কবিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষের ঘুষিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহতের নাম আলী মিয়া (৭২)। তার বাড়ি কচুয়া উত্তর ইউনিয়নের উজানী উত্তরপাড়ায়।
ঘটনাটি ঘটেছে রোববার রাতে। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, আলী মিয়া পার্শ্ববর্তী চান্দিনা উপজেলার ভাড়ারুয়া গ্রামের ফটিকের দোকানে বসে টিভি দেখছিলেন। এ সময় যুদ্ধাপরাধ বিষয়ক মামলায় কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির সংবাদ সম্প্রচার হচ্ছিল। এ ঘটনা নিয়ে ওই গ্রামের কবির হোসেনের (৬৫) সাথে আলী মিয়ার তর্ক-বিতর্ক হয়।
কবির হোসেন ফাঁসির কার্যকরের প্রতিবাদ জানিয়ে বলেন, বৃদ্ধ বয়সে এসে কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে কি লাভ হবে। এ কথার প্রতিবাদ জানায় আলী মিয়া। এ ঘটনায় কবির মিয়া উত্তেজিত হয়ে আলী মিয়াকে ঘুষি মারেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন আলী মিয়াকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানিয়েছে, নিহত আলী মিয়া আওয়ামী লীগ সমর্থক ছিলেন। কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পক্ষে কথা বলায় প্রতিপক্ষ কবির হোসেন তার ওপর চড়াও হয়ে ঘুষি মারেন।
কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।