কচুয়া প্রতিনিধি-
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সরকারি বাসভবনের সামনে গতকাল মঙ্গলবার গভীর রাতে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করে দুষ্কৃতকারীরা। আগুন দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় অফিস পাড়া এলাকায় লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া অভিযোগের আলোকে দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।