মোঃ খোরশেদ আলম শিকদার; কচুয়া, চাঁদপুর : চাঁদপুরের কচুয়ার পাথৈর গ্রামে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে হামলা-লুটপাট ও ৩জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। দায়ের করা অভিযোগ মর্মে জানাযায়, উপজেলার ২নং পাথৈর ইউপির পাথৈর গ্রামে গত ৪জানুয়ারী শুক্রবার দুপুরে বদিউল আলমের স্ত্রী মনোয়ারা বেগম ও তার বোন সুরাইয়া বেগম বাড়ির পাশে জমি থেকে গরুর ঘাস কাটছিল। এ সময় পাশ্ববর্তী বাড়ির ছাদেক মিয়ার ছেলে রুহুল আমিন মনোয়ারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে মনোয়ারার ৭ বছরের শিশু ছেলেকে ঘাড়ে ধরে ছিটকে ফেলে দেয় রুহুল আমিন। এসময় মনোয়ারা বাধা দিতে গেলে তাকে ও তার ননদ সুরাইয়াকে বেদম পিটিয়ে আহত করে। পরে মনোয়ারার স্বামী বদিউল আলম খবর পেয়ে বাড়িতে এসে রুহুল আমিনকে জিজ্ঞাসা করতে গেলে রুহুল আমিন, তার ভাই সেলিম, হালিম, মোশারেফ, রুহুল আমিনের বাবা ছাদেক মিয়া আরোও ক্ষিপ্ত হয়ে বদিউল আলমকে ও মনোয়ারাকে বেদমভাবে পিটায়। এক পর্যায়ে বদিউল আলমের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে বদিউল আলম রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। হামলা কারীরা মারধর করা ছাড়াও লুটপাটের ঘটনা ঘটায়। তারা বদিউল আলমের পকেটে থাকা ৫ হাজার টাকা ও মনোয়ারার গলার এক ভরি ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। পরে বাড়ির লোকজন ও আত্বীয় স্বজন রক্তাক্ত জখম হওয়া বদিউল আলম ও তার বোন সুরাইয়াকে উদ্ধার করে উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভতি করে। তাদের দু�জনের অবস্থায়ই আশংকাজনক। এ ব্যাপারে মনোয়ারা বাদী হয়ে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
চাঁদপুর নিউজ সংবাদ