প্রতিনিধি কচুয়ায় আকলিমা (২৩) নামের অন্তসত্তা গৃহবধুর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।২৪জুন রবিবার সকালে নুরপুর গ্রামের আবু কাউছারের সাত মাসের অন্তসত্তা স্ত্রী আকলিমা বেগমের মৃতদেহ বাড়ির পুকুরে ভেসে থাকতে দেখা যায়। সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ আকলিমার মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁপুরের মর্গে প্রেরণ করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে আকলিমার শ্বশুর সিরজুল ইসলাম ও দেবর ফজলে রাব্বিকে গ্রেফতার করেছে থানা পুলিশ । এদিকে তার স্বামী আবু কাউসার পলাতক রয়েছে। নিহত গৃহবধু আকলিমার বাবা আসগর আলীর দাবী পরিকল্পিতভাবে রাতে তার মেয়েকে শ্বশুর বাড়ীর লোকজন হত্যা করে পুকুরে ফেলে রাখে। আকলিমাকে প্রায় তার স্বামী ও তার পরিবারের লোকজন প্রায়ই তার সাথে ঝগড়া বিাবাদ করত এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিস বৈঠক হয়েছে। ্এ ব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কচুয়াঃ গ্রেফতারকৃত আকলিমার শ্বশুর সিরাজুল ইসলাম ও দেবর ফজলে রাব্বি ডানে মৃত আকলিমা বেগম।
শিরোনাম:
শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।