আবু সাঈদ
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরী গ্রামের উত্তর পাড়া মিয়াজী বাড়ীর প্রবাসী ইউনুছের স্ত্রী জেরিন আক্তার (২৫) কে কৃপিয়ে হত্যা করেছে দুই দুবৃত্ত। দুবৃত্তরা হচ্ছে একই গ্রামের কবির হোসেনের ছেলে শাখাওয়াত হোসেন (১৫) ও উলি উল্যার ছেলে মনির হোসেন (২০)।
সরজমিন গেলে নিহত গৃহবধুর শ্বাশুড়ী জোহরা খাতুন ও জা রুবিনা আক্তার জানান- শুক্রবার রাত ৯ টার দিকে হঠাৎ চিৎকার শুনে আমরা পাশের ঘর থেকে তার ঘরে গিয়ে দেখি জেরিন রক্তাক্ত অবস্থায় হাউ মাউ করে বলছে-তাদের পূর্ব পাশের বাড়ীর শ্যাম বর্ণের মধ্যে দুটি ছেলে তাকে কুপিয়েছে। সাথে সাথে তাকে স্থানীয় রহিমানগর ডায়গনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। কচুয়া থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে জেরিনের লাশ উদ্ধার করে এবং ঐ খুনীদ্বয় কে গ্রেপ্তার করাসহ জিজ্ঞাসাবাদের জন্য জেরিনের ভাসুর মিজানুর রহমান মাস্টার কে থানায় নিয়ে যায়।ঘটনাস্থলে ছুটে আসা কচুয়া থানার এসআই রহমত উল্যা জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শাখাওয়াত হোসেন দাবি করছে মনির হোসেন জেরিন কে কূপিয়ে হত্যা করেছে। তিনি আরো জানান ঘটনাস্থল থেকে ৩ টি চোরা ও শাখাওয়াতের এক জোড়া জুতাসহ খুনের বিভিন্ন আলামত জব্দ করা হয়। আজ শনিবার পুলিশের সিনিয়র সহকারী পুলিম সুপার (হাজীগুঞ্জ সার্কেল) আব্দুল হানিফ ঘটনাস্থল পরিদর্শন করতে আসলে এ প্রতিনিদি কে জানান , আমরা হত্যার রহস্য উদঘাটনের র্জো চেষ্টা চলছে। আর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি করতে এসে খুনের সংঘটিত বিষয়টি বিশ্বাশ যোগ্য হচ্ছে না যে জেরিনের ঘরে থাকা স্টেল আলমারিতে কিছু টাকা পাওয়া গেছে।আমরা হত্যার মূল রহস্য অতি শিগ্রই বের করবো। গৃহবধুর পিতা নোঁয়াব আলী জানান,আমার মেয়ের হত্যার ন্যায় বিচার এলাকাবাসীসহ পুলিশ প্রশাসনের নিকট দাবি করেছে।