প্রতিনিধি
কচুয়ায় লিলু বেগম (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুুপুরে উপজেলার সদর ইউনিয়নের কচুয়া মুন্সি বাড়ির পুকুর পাড়ের একটি আম গাছের ডালায় ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। নিহত লিলু বেগম ওই ইউনিয়নের আকানিয়া গ্রামের শাহ আলমের স্ত্রী।
কচুয়া থানা উপ-পরিদর্শক সাদেকুর রহমান জানান, নিহত লিলু বেগমর গলা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। এদিকে নিহত পরিবারের সদস্যদের দাবি, মঙ্গলবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন বুধবার সকালে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে স্বামী শাহজাহান মিয়া পলাতক রয়েছে।