প্রতিনিধি
কচুয়ায় জুলেখা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার বড়দৈল মিয়াজী বাড়িতে আত্মহত্যার এ ঘটনা ঘটে। তার মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
জানা গেছে, উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের মোস্তাক মিয়ার মেয়ে জুলেখা আক্তারের সাথে জুলেখার প্রায় ৩ বছর পূর্বে পার্শ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার লাকশিবপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী পারভেজ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর পারভেজ মিয়া প্রবাসে চলে যায় এবং জুলেখা আক্তার তার পিত্রালয় বড়দৈল গ্রামে বসবাস করে আসছিল বলে স্থানীয়রা জানায়।
এলাকাবাসী আরো জানিয়েছে, জুলেখার বিয়ের পর একই এলাকার জনৈক যুবকের সাথে পরকিয়া প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে তার স্বামীর সাথে বিভিন্ন সময় বাগ্বিতণ্ডা হয়। পরকীয়া প্রেম ও স্বামীর সাথে মোবাইলে তর্কবিতর্ক করে ঘটনার দিন সকালে জুলেখা আক্তার বিষপান করে আত্মহত্যা করে। সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান, জুলেখা আক্তার বিষপান করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে বিষপান করেছে তা নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গৃহবধূ জুলেখা আক্তারের মৃত্যুর বিষয়ে তার পরিবার কিংবা স্বামী পরিবারের পক্ষ থেকে কেউ থানায় মামলা দায়ের করেনি।
এদিকে এলাকাবাসী জুলেখা আক্তারের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।