প্রতিনিধি
কচুয়ায় তাহাজ্জুদি (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার উপজেলার বুরগী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, তাহাজ্জুদি বেগমের স্কুল পড়ুয়া মেয়ে তানজিনা শনিবার সকালে ঘরের দরজা খুলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বিছানায় তার মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।
তানজিনা জানায়, সম্প্রতি আমার বৃদ্ধ বাবা আমার মাকে কিছু জমি লিখে দেন। এতে ক্ষিপ্ত হয়ে আমার বৈমাত্রেয় ভাই ও বোনের জামাই মিলে ৭-৮ দিন আগে আমাদের বসতঘরের সামনে আমাদের আরেকটি ঘর ভেঙ্গে ফেলে। বাড়ির লোকজন ও মেয়ে তানজিনা জানায়, এ জন্য বিচার চেয়ে তাহাজ্জুদি বেগম গ্রামের সালিসদের শরণাপন্ন হন। এ ঘটনার জের ধরে আমার বাবার আগের সংসারের ছেলে জাকির, জহির ও মেয়ের জামাই আঃ হক মুন্সী আমার মায়ের সম্পত্তি নিতে আনেক কুটকৌশল করেছে। নিহত তাহাজ্জুদি বেগমরে গলার নিচে চামড়া ছেঁড়া কালো দাগ রয়েছে। এ ঘটনায় তাহাজ্জুদি বেগমের ভাই একই গ্রামের হাবিব কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।