কচুয়া (চাঁদপুর): কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে স্থানীয় প্রভাবশালী। উপজেলার কড়ইয়া ইউনিয়নের নাছিরপুর গ্রামের দক্ষিনপাড়া আজগর আলী বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার ৫টি পরিবার চরম দুর্ভোগ ভোগান্তিতে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাছিরপুর গ্রামের দক্ষিণপাড়া আজগর আলী বেপারীর বাড়ীর মৃত আলী হোসেনের ছেলে সোহেল হোসেন গংদের সাথে একই বাড়ীর আমির হোসেন গংদের সঙ্গে পূর্ব জমিজমা নিয়ে জের ধরে বিরোধ চলে আসছে। কিছু দিন আগে স্থানীয় প্রভাবশালী আমির হোসেন, ছেলে লিটন গংরা এলাকাবাসীকে কিছু না জানিয়ে তাদের বাড়ীর পাশে চলাচলের রাস্তায় বাঁশের খুঁটি,গাছের কাঠ দিয়ে মাটিতে পুতে বেড়া দিয়ে দেন। পরে স্থানীয় ইউপি সদস্য কাঞ্চন মেম্বারকে অবগত করলে সে বেড়া দেওয়ার বাধা দিলে আমির হোসেন গংরা কাউকে কর্নপাত করেননি। রাস্তাটি বন্ধ হওয়ার কারনে দুঃখের সীমাহীন।
স্থানীয় বাসিন্দা হাজী ওয়াদুদ মিয়া জানান, অনেক বছর যাবৎ চলাচলের রাস্তাটি আমরা দেখে আসছি এবং আমরা চলাচল করতাম। কিন্তু হঠাৎ করে তারা কাউকে কোনো কিছু না জানিয়ে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বর্তমানে বাড়ীর চলাচলের রাস্তা বন্ধ হয়ে পড়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।
অভিযুক্ত মো. লিটন বলেন, আমার চলাচলের রাস্তা দিয়েছি। কিছু দিন আগে আমরা রাস্তার দুই পাশে মাটি দিয়ে নতুন করে সংস্করন করছি, পাশে পুকুর থাকার কারণে অধিকাংশ জায়গায় ভেঙ্গে পরেছে। বড় ধরনের কোনো গাড়ী না যেতে পারে, সে জন্য আমরা চলাচলের রাস্তা রেখে পাশে খুঁটি দিয়েছি।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/এমএমএ/