আবু সাঈদ,কচুয়াঃ
কচুয়া উপজেলা ছাত্রলীগ যথাযথ মর্যাদায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এ উপলক্ষে সোমবার উপজেলার আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে কেক কাটা সহ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেবুবে রাব্বানি মানিকের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক নাছির উদ্দীন শিশিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-কচুয়া পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নব-নির্বাচিত কাউন্সিলর শরীফ আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-যুবলীগ নেতা ও পৌর নব-নির্বাচিত কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয়, ছাত্রলীগ সহ-সভাপতি জুবায়ের আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক সালাউদ্দীন সরকার, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দীন, তথ্য ও গবেষনা বিষয়ক আনিছুর রহমান স্বপন, পৌর ছাত্রলীগের সভাপতি আবুল খায়ের রুমি, ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল মজুমদার, কড়ইয়া ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দীন, ৭নং সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিটের সাংগঠনিক সম্পাদক সুমন সিকদার, কচুয়া পলিটেকনিক্যাল ছাত্রলীগের সভাপতি শাকিল, সাধারন সম্পাদক মহসিন সিকদার, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগ শাখা সাধারন সম্পাদক রবিন।