চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরে কচুয়া উপজেলার পালখাল দহুলিয়া গ্রামে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে ৫ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। শুক্রবার সকালে কচুয়া দহুলিয়া গ্রামের ৪ নং পালাখাল ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতদেরকে মুমুর্ষ অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে।
জানাযায়, পালখাল দহুলিয়া গ্রামে গোলাম রাব্বানি গংরা বসতবাড়ী করার উদ্যেশে জমি ক্রয় করে। তাদের ক্রয়কৃত সম্পত্তির উপর জোরপূর্বক বাঁধা দেয় স্থাণীয় প্রভাবশালী মোঃ আব্দুল মালেক উরফে ইউসুফ গংরা। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ বেশ কয়েকবার শালিস বৈঠক করে গোলাম রাব্বানি গংদের পক্ষে রায় দেয় বলে জানাযায়, উক্ত রায়ে বলা হয়, এ জমিতে গোলাম রাব্বানি গংরা শান্তির্পূর্ণভাবে বসবাস করবে। কিন্তু শুক্রবার সকালে উক্ত জমিতে গোলাম রাব্বানি গংরা বাউন্ডারী দেয়াল করতে গেলে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রভাবশালী মোঃ আব্দুল মালেক উরফে ইউসুফ, জাকির, শাহজাহান, দুলাল, শাহআলম, ভুলো সহ অজ্ঞাত আরো ১৫ থেকে ২০ জন। এ ঘটনায় গুরুতর আহত হয় গোলাম রাব্বানী (৩৩), রাসেল (২৮), এমরান (২৭), আলআমিন (৩০) সহ বাড়ীর একজন বয়োবৃদ্ধ। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে রেফার করে। আহত আলআমিন জানায়, তারা দীর্ঘদিন যাবত আমাদেরকে পূর্ব শত্রুতার জের ধরে জমি থেকে উচ্ছেদ ও পাণে মেরে ফেলার হুমকি ধমকি প্রদান করে আসছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।