চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন ও কচুয়া উপজেলা পরিষদ এর আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (১৭ মার্চ) সকালে কচুয়া শহীদ বেদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন চাঁদপুর ১ (কচুয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সন্মানিত সদস্য, সাবেক স্বরাষ্ট্র, পরিকল্পনা ও বিমান মন্ত্রী ডক্টর মহীউদ্দীন খান আলমগীর।
এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপায়ন দাস শুভ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ হেলাল উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ সর্বস্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও সকল পর্যায়ের লোকজনের অংশ গ্রহনে কেক কেটে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আলোক পাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
উপজেলা সংবাদদাতা/চাঁদপুরনিউজ/এমএমএ/