কচুয়া প্রতিনিধি ॥
শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য জাতীয় এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার ১৪ জুলাই ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দিয়ে কচুয়ার সাচারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো:শাহজাহান শিশির,নির্বাহী অফিসার নীলিমা আফরোজ,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম,অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার পিংকু চন্দ্র সেন , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জি.জহিরুল ইসলাম,সাধারন সম্পাদক মোফাচ্ছল খান ,ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, প্রমূখ । উপজেলার ৩শত কেন্দ্রে প্রায় ৫০হাজার শিশুকে ভিটামিন এ খাওয়ান হয়।