আবু সাঈদ, কচুয়াঃ
জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকন বলেছেন- যারা এদেশের উন্নয়ন, অগ্রগতি ও সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চায়, যারা চায় জঙ্গিবাদ সৃষ্টি করতে ওই সব অপশক্তিকে দমন করতে হবে। যুবকদের অধিকার আদায়ে রাজপথে সংগ্রাম করতে হবে। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে সকল কে কাজ করতে হবে একযোগে। তিনি গতকাল শনিবার কচুয়া পৌর ভবনের হলরুমে জাতীয় যুব জোটের কচুয়া শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জাতীয় যুব জোটের কচুয়া শাখার নেতা ডাঃ আব্দুল হাই এর সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সোহেলের পরিচালনায় প্রধান অতিথি আরও বলেন- যারা মানব পাচার ও দেশের সম্পদ লুট করে তাদের বিশেষ ট্রাইবুন্যালে বিচার করতে হবে। জাতীয় যুব জোটের দাবী-ক্ষুধা দারিদ্র মুক্ত ও শিক্ষিত সমাজ গড়ে তুলতে হবে, বেকার যুবকদের দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে তাদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে হবে, যুবকদের জন্য কাজ চাই-নচেৎ তাদের দু’বেলা ভাত দিতে হবে, শিল্পায়ন ক্ষেত্রে ব্যাংকের সুদ কমাতে হবে, চাকরির বয়সসীমা করতে হবে ৩২ বছর, বিদেশীদেরকে আকৃষ্ট করার জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ করতে হবে, সৃষ্টি করতে হবে নতুন নতুন শ্রম বাজার।
এ কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জাসদের চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা যুব জোটের সভাপতি সোহেল আহমেদ, চাঁদপুর জেলা জাসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাসুদ হাসান, চাঁদপুর জেলা জাসদ সমর্থিত ছাত্রলীগের সভাপতি মিঠুন বিশ্বাস ও কচুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি হোসনে আরা সিরাজি। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কচুয়া উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য আহসান হাবীব প্রাঞ্জল, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সালাউদ্দীন ভুইয়া ও পৌর যুবলীগ নেতা আলী আক্কাছ।
এ কর্মী সভায় ডাঃ আব্দুল হাইকে সভাপতি ও সাইফুল ইসলাম সোহেলকে সাধারন সম্পাদক নির্বাচন করে ২১ সদস্য বিশিষ্ট জাতীয় যুব জোট কচুয়া শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
শিরোনাম:
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।