কচুয়া উপজেলার বহুল আলোচিত গোহট উত্তর ইউনিয়নের তালতলী গ্রামের মাদক দম্পত্তির দায়ের করা মামলার ডিবি পুলিশের তদন্তে এলাকাবাসী স্বতঃফূর্ত ভাবে স্বাক্ষী প্রদান করেছে। সরজমিনে শনিবার বিকালে চাঁদপুরের ডিবি পুলিশের এসআই খন্দকার মোঃ ইসমাইল ঘটনাস্থলে তদন্তে আসলে গ্রামবাসী জড়ো হয়ে মাদক দম্পত্তি মাহাবুব ও তার স্ত্রী হাসিনা বেগমের মাদক বিক্রি সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে স্বাক্ষী প্রদান করেন।
গত ১৮ জুলাই ২০১৫ইং তারিখে কচুয়া থানার পুলিশ মাহাবুব ও হাসিনাকে মাদক সহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। তখন তাদের গ্রেফতারে কচুয়া থানার প্রশাসনকে অভিনন্দন জানিয়ে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদক প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছিল। বর্তমানেও তা অব্যাহত রয়েছে। এদিকে হাসিনা ও মাহাবুব জেল থেকে জামিনে ছাড়া পেয়ে মাদক প্রতিরোধকারীদের মধ্যে কচুয়া প্রেসক্লাবের একজন সদস্য সহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কচুয়া, চাঁদপুর আদালতে হাসিনা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় উল্লেখ্য রয়েছে, বিবাদীরা রাজনৈতিক প্রতিহিংসায় ২০ জুলাই ২০১৫ইং তারিখের রাত ২ টায় তাদের বাড়িতে হামলা চালিয়ে ঘর-দরজা জ্বালিয়ে দেয়। হাসিনা বেগমের এই মামলাটি দায়েরের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী কচুয়া থানা প্রশাসনের উপস্থিতিতে কয়েক বার প্রতিবাদ সভা ও চাঁদপুর প্রেসক্লাবে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করে। এরই পরিপ্রেক্ষিতে মামলাটি তদন্তের জন্য আদালত চাঁদপুর ডিবি পুলিশকে দায়িত্ব প্রদান করলে, ওই তদন্তে এলাকাবাসী স্বতঃফূর্তভাবে স্বাক্ষী প্রদান করেন। তবে কে বা কাহারা তাদের ঘর-দরজা জ্বালিয়ে দিয়েছে এর কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। এসময় মামলার বাদীনি হাসিনা বেগমও উপস্থিত ছিলেন।
শিরোনাম:
বুধবার , ২২ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।