আবু সাঈদ,কচুয়াঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি নিজস্ব তহবিল অর্থায়নে মঙ্গলবার কচুয়া উপজেলার প্রায় ১০ হাজার দুঃস্থ, শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন। সকাল থেকে সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ও রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থান নির্ধারনে গ্রামের হত-দরিদ্রদের মাঝে সারাদিন ব্যাপী এ কম্বল বিতরন করেন। যারা কম্বল পেয়েছেন-তাদের খুশিতে উৎসব মুখোর পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ করে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে অনেক দুঃস্থ কম্বল না পাওয়ায় তারা হতাশায় বাড়িতে ফিরে যায়। কম্বল বিতরন কালে এমপি’র সহযোগিতায় ছিলেন- কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জিএম আতিকুর রহমান, সহ-সভাপতি সহিদ দর্জি, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, গোহট দক্ষিন ইউপি চেয়ারম্যান আমির হোসেন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল হাই মুন্সী, নব-নির্বাচিত কচুয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, সাধারন সম্পাদক শাহজালাল প্রধান ও যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক শীর্ষ নেতা সালাউদ্দীন ভুইয়া সহ আওয়ামী দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।